Archive for January, 2014

আরো কাছে যেতে  , কবির লেখা কবিকে নিয়ে লেখা একটি স্মরণ গ্রন্থ শুধু নয়, এই বইটি যেন এক ত্রি পার্শ্ব কাচ । প্রচ্ছদে কবি বাসুদেব দেবের তরুণ বয়সের ছবি । উত্তরবঙ্গে একটি নদীর ধারে , স্মিত , শান্ত মুখচ্ছবি । নদীটি পরে আবহমান হয়ে উঠবে, তরুণ কবি পরিণত হয়ে উঠবেন । ফাস্ট ফুড নয়, সময় নিয়ে, সুনির্বাচিত ভাবে নিজের হাতে গড়ে তুলবেন তাঁর অন্তরাত্মা, বহিরঙ্গ । নদী যেমন সমুদ্রে গিয়ে মেশে, তিনি উত্তীর্ণ হবেন সমকালীন কোলাহল থেকে । বৃক্ষের মৃত্তিকালগ্নতা আর উড্ডীন ভঙ্গী, নদীর বহমানতা । এটাই বাসুদেব দেব । তাঁর প্রিয় নন্দিনী সুপর্ণা , একাধারে পালন করেছেন এই বিরল অভিভাবকটির সন্তান কৃতি এবং নিরপেক্ষ সম্পাদকের ভূমিকা । কবি বাসুদেব দেবের একটি প্রবন্ধ তুলে দিলাম, বইটির এক ঝলক…amader_ghuri_bdeb0001 ( click here)1467274_479596815490458_388603415_n

পথ চলে যায় প্রিয় ঠিকানায় ‘ থেকে একটি ছোট পাঠ তুলে দিলাম, এরকম অনেক ব্যক্তিগত অনুষঙ্গ জুড়ে জুড়ে তৈরি হয়েছে বইটি, তিরিশ বছরের বেশি সময় ধরে লেখা কবির ডায়রি , সমালোচকরা বলছেন “কবিতা নির্মাণের ব্যাকস্টেজ, জীবনের উল্লম্ব খননশৈলী” , সম্পাদনা ঋষি ঘোষ… তৈল চিত্র গুলি শিল্পী অরুন্ধতী রায়চৌধুরীর

1491609_480858635364276_689974154_n

Extract 1 from poth chole jay

Little Mag Fair 2014

Little Mag Fair 2014

বাসুদেব দেব আছেন

বাসুদেব দেব আছেন

Flyer

About Sansad

About Sansad