Archive for January, 2017

২২ জানুয়ারি ২০১৭ য় অনুষ্ঠিত হয়ে গেল কবি বাসুদেব দেব সংসদের  বার্ষিক সম্মেলন । স্থান অবনীন্দ্র সভা গৃহে ,নন্দন সাংস্কৃতিক প্রাঙ্গন   । এবারে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞানী – দার্শনিক সজল বন্দ্যোপাধায়। স্মারক বক্তৃতায় বিজ্ঞানী বন্দ্যোপাধায় তুলে ধরেন মস্তিস্ক বিজ্ঞান এবং মহাজাগতিক সুত্রের সঙ্গে কবিতার সম্পর্ক । গবেষণালব্ধ তথ্য দিয়ে ব্যখ্যা করলেন আজ কিভাবে মানুষের সভ্যতা , বিবর্তনের থেকে দূরে সরে যাচ্ছে । প্রযুক্তির অপপ্রয়োগ এবং এই সুত্রে শিল্পের ভূমিকাকে বাঁধলেন মহাজাগতিক নিয়মের সুত্রে ।

এই বছর থেকে প্রথম শুরু হল কবির নামাঙ্কিত সম্বর্ধনা । কবির সমসাময়িক এবং পরবর্তী প্রজন্মের কবিকে সম্বর্ধিত করা হয় তাঁদের আজীবন সাহিত্য অবদানের স্বীকৃতির জন্য । ৫০ এর অন্যতম প্রধান কবি সুধেন্দু মল্লিক এবং ৭০ এর কবি দীপক হালদারকে সম্বর্ধিত করা হল ।

কবি বাসুদেব দেব সংসদ সম্মান ২০১৬ পেলেন মৌলিনাথ বিশ্বাস ( প্রাতিষ্ঠানিক বৃত্তের বাইরে বাংলা কবিতা গবেষণার জন্য )  এবং দীপাঞ্জনা শর্মা ( নিম্ন বুনিয়াদি কাব্যগ্রন্থের জন্য ) । অনুষ্ঠান সঞ্চালনা করলেন সৈয়দ হাসমত জালাল এবং শেষে ছিল  যশোধরা রায়চৌধুরী সঞ্চালিত কবি সম্মেলন ।

কবিতা পাঠে ছিলেন  দীপাঞ্জনা  শর্মা,  রেহান কৌশিক, সৌভিক বন্দ্যোপাধ্যায়,সোমাভ রায়চৌধুরী , পার্থজিত চন্দ , সংহিতা বন্দ্যোপাধ্যায় , সুব্রত সরকার, চৈতালি চট্টোপাধ্যায় , সৈয়দ হাসমত জালা্‌ল, মৌলিনাথ বিশ্বাস, জপমালা  ঘোষ রায়, দীপক হালদার , সুধেন্দু মল্লিক, পূষন দেব এবং যশোধরা রায়চৌধুরী।

বাসুদেব দেবের কয়েকটি কবিতা নিয়ে আলেখ্য পাঠ করলেন শুভা দাশগুপ্ত । দীপাঞ্জনার গান এবং শুভার আলেখ্য উৎসর্গিত হল, সদ্য নির্বাণ প্রাপ্ত কবি পত্নী মীরা দেবের স্মৃতির উদ্দেশ্যে । ঘণ্টা তিনেকের এই সম্মেলনে সুস্থ সংস্কৃতি আর বৈঠকি আড্ডার মেজাজে স্মরণ করা হল বাসুদেবকে  ।

কৃতজ্ঞতা ঃ কলকাতা দূরদর্শন , জয়ন্ত নারায়ণ মহান্তি , স্বর্ণেন্দু শতপথী, সুতপা ভট্টাচার্য, উইন গার্ড রিসার্চ , গান্ধী সেবা সঙ্ঘ, ইকা , রাজ্য চারুকলা পর্ষদ ।