Archive for November, 2013

২০ ডিসেম্বর , কবির জন্মদিন । এই উপলক্ষ্যে সংসদ একটি বার্ষিক অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা করেছে ২১  ডিসেম্বর ২০১৩ ।
বাসুদেব দেব সংসদ সাংস্কৃতিক সম্মেলন এবং সম্মান ২০১৩

স্থান পশ্চিম বঙ্গ বাংলা আকাদেমি সভাগৃহ , সন্ধ্যা ৬ টা থেকে 

মূল অনুষ্ঠান –

সংসদের স্বাগত আভিবাদন
সভা মুখ্য , প্রধান অতিথি , বিশেষ অতিথি বরণ
কবি সম্মেলন ( ২০১৩ র নির্বাচিত সেরা কবিতা)
স্মারক বক্তৃতা

গ্রন্থ প্রকাশ ( পথ চলে যায় প্রিয় ঠিকানায় )

কবির দর্শনঋদ্ধ গদ্যলেখাগুলি বিমূর্ত হয়ে উঠেছে শিল্পী অরুন্ধতী রায়চৌধুরীর তৈলচিত্রের রেপ্লিকায়। পরিবেশনায় – বাসুদেব দেব সংসদ ।

প্রকাশক ঃ বিদ্যা , সম্পাদনা –ঋষি ঘোষ


বাসুদেব দেব স্মরণিকা প্রকাশ

বাসুদেব দেবের সাহিত্য কৃতির আলোচনা বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক দের চোখে , তাঁর ব্যক্তি জীবনের কিছু মূল্যবান স্মৃতি চারণা, ব্যক্তিগত লেখা ও পত্র । এটি একটি স্মরণ সংখ্যা নয় , একটি জানালা । আমরা খুলে দিচ্ছি সবার জন্য । আসুক জীবনকে দেখি এই জানালা দিয়ে…

বাসুদেব দেব সংসদ সম্মান ২০১৩ প্রদান


পুরস্কারের সম্পর্কে দু এক কথা

২০১৩ য় একটি কবিতার বইকে সম্মান জানান হবে

  • পুরস্কার অর্থ মূল্যে প্রদান করা হবে , সঙ্গে থাকবে  শংসা পত্র
  • ভবিষ্যতে কবি / লেখকের  গ্রন্থ প্রকাশ বা গবেষণার কাজে সংসদ যুক্ত হবে
  • কলকাতা বই মেলা ২০১৪ য় বইটি যাতে বিপণন পায় তার ব্যাপারে সংসদ সাহায্য করবে

কেন এই সম্মাননা ?

মৌলিক, সাম্প্রতিক, নিরপেক্ষ , পরীক্ষা ধর্মী রচনাকে সম্মান জানানোর জন্য এই আয়োজন । বাসুদেব দেব প্রচার বৃত্তের বাইরে নির্জনে, গুরুতর সাহিত্য সাধনা করে গেছেন তাঁর জীবন দেবতার উদ্দেশ্যে , কবিতার স্তবে । তাঁকে আদর্শ করেই এই সম্মান ।

ভৌগলিক পরিধি ?

বাসুদেবের জীবনের একটা বিশেষ অংশ জুড়ে রয়েছে পূর্ববঙ্গ । তাঁর কর্ম জীবনের বেশীর ভাগ জায়গা কেটেছে কলকাতার বাইরে । উত্তরবঙ্গ, মালদহ , মেদিনীপুর , দক্ষিণ ২৪ পরগণায় । তাঁর সম্পাদিত কালপ্রতিমা ( গত ৪৬ বছর ধরে প্রকাশিত ) শুরু হয়েছিল মফস্বলের দিন গুলিতে । বাসুদেব জড়িত ছিলেন ভাষা আন্দোলনের সঙ্গে । তাঁর দ্বিতীয় কাব্য গ্রন্থ রৌদ্রের ভিতরে চিঠি  সমর্পিত বাংলাদেশ , আসাম , ত্রিপুরার শহিদ ভাই বোনেদের । সময় বদলেছে । মহানগরের যাপন ধর্ম এখন প্রকট প্রত্যন্ত গ্রামাঞ্চলেও । বাংলা ভাষার গণ্ডিও বিস্তৃত, আন্তর্জাতিক । তাই প্রাসঙ্গিক ভাবেই বাসুদেবের চেতনার সঙ্গে মেলাতে চেয়ে আমরা সকল বাংলা ভাষা ভাষীর মানুষ কে এই সম্মান উদযাপনে অংশ নিতে অনুরোধ করছি ।

বইটি  মনোনয়নের ক্ষেত্রে ন্যুনতম  সাধারণ শর্তাবলি

১ ) প্রথম সংস্করণের প্রকাশ সাল ২০১১ বা তার পর

২) কবি / লেখক / প্রাবন্ধিক / গবেষকের প্রথম প্রকাশিত রচনার কাল ১৯৯০ খ্রিস্টাব্দ বা তাঁর পর  ( স্কুল / কলেজ / বিশ্ববিদ্যালয় / অ রেজিস্ট্রিকৃত পত্রিকায় বা ক্রোড়পত্রে এই ১৯৮৫ র আগে লেখা প্রকাশ হয়ে থাকলে তাকে বাদ দিয়ে ধরা যেতে পারে )

৩) এটি একটি মৌলিক রচনা অর্থাৎ নির্বাচিত, শ্রেষ্ঠ, অনুবাদ বা কোন সঙ্কলন নয়

৪) বইটির ISBN সংখ্যা থাকা দরকার

৫) বইটির বাংলা ভাষায় লেখা

৬) অন্তত তিন ফর্মায়

৭) মুদ্রণ , বানান , উপস্থাপনায় যত্নের ছাপ থাকবে

৮)  প্রামাণ্য তথ্যের প্রয়োজন  গ্রন্থ পঞ্জি আবশ্যক ( Bibliography )

৯) প্রাচীন / অপ্রচলিত ভাষা ব্যাবহার করলে একটি সংশ্লিষ্ট অভিধান থাকলে ভালো হয়

১০) মনোনীত বইয়ের একটি মাত্র কপি সংসদের  ই মেল বা সংস্থার ঠিকানায় পাঠিয়ে দিতে হবে । সুবিধের জন্য মোবাইল ফোনে কর্ম কর্তাদের সঙ্গে কথা বলে হস্তান্তর করা যেতে পারে । ইলেক্ট্রনিক কপি স্বাগত ।

বইটি  মনোনয়নের ক্ষেত্রে বিশেষ  শর্তাবলি

১) যথা সম্ভব বিশেষ কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কোন মনোভাব উল্লেখিত না থাকা , সংসদ রাজনৈতিক  মতবাদের বিপক্ষে নয়, তবে প্রত্যক্ষভাবে  কোন দলের নাম না থাকা বাঞ্ছনীয় , এতে সংসদ ভবিষ্যতে একটি নিরপেক্ষ সংস্কৃতিক সংস্থা হিসেবে নিজেকে গ্রহণযোগ্য করতে পারবে

২) কোন বিশেষ ব্যক্তি, জাতি , বর্ণ , লিঙ্গ , ধর্ম সম্প্রদায়ের পক্ষে বা বিপক্ষে কোন বিতর্কিত মনোভাব উল্লেখিত  না থাকা

৩) পরীক্ষামূলক ( শৈলী , গঠন , বিষয় )

৪) সাহিত্য গুণ সম্পন্ন ,  সুপাঠ্য , মনোগ্রাহী , আকর্ষণীয় ( মানে একঘেয়ে নয় ) , মনকে ছুঁয়ে যায় , সংবেদনশীল

৫) কল্পনা , সাঙ্কেতিক , অগতানুগতিক , ইতিবাচক, গবেষণাধর্মী রচনা আগ্রাধিকার পাবে

এই গুলি মূলত বিষয়ী ধর্ম ( subjective property ) , তাই এই বৈশিষ্ট্য গুলিকে আমরা সংসদের পরিচালক সমিতির মনোভাবের একটি  দৃষ্টিভঙ্গি বলতে চাই । সংসদ কোন মান নির্ণায়ক সংখ্যার বিপক্ষে তাই , নির্বাচকের মনোনয়নই গ্রহণযোগ্য  । সাহিত্যকে বিশেষ কোন পরিমাপ পদ্ধতির মধ্যে ফেলা উচিত নয় যে তার কতগুলি গুণাবলী থাকেতেই হবে । তবে সম্মাননার ক্ষেত্রে একাধিক নির্বাচকদের মতামতকে এক জায়গায় আনতে হলে একটা   পদ্ধতিগত গ্রহণ যোগ্যতা প্রয়োজন ( এটা প্রক্রিয়ার প্রয়োজনে, রচনার নয় ) তাই উপরের নির্দেশাবলী দেওয়া হল । আমাদের বিশ্বাস আপনি সংসদের আদর্শ এবং মনোভাবের  সমাদর করে , তাদের  আপনার মনোনয়ন জানাবেন ।

শিল্পের মূল্যায়ণ একটি বিতর্কি্ত বিষয় । তাই আমরা মতামত নেব আপনাদের কাছ থেকে । আপনারা যারা পাঠক, লেখক, সমালোচক, সম্পাদক , গ্রন্থাগারিক, অধ্যাপক বা  বিভিন্ন ভাবে সাহিত্যশিল্পের সঙ্গে যুক্ত তাঁরা করবেন মনোনয়ন । এঁদের মনোনয়নকে চূড়ান্ত করবেন সংসদের নির্বাচক সমিতি ।  নির্বাচক সমিতির সদস্যদের নাম , সম্মাননা প্রদানদের দিন পর্যন্ত গোপনীয় রাখা হবে । এঁরা পরিচালন সমিতির মতামত বা প্রভাবের বাইরে থাকেবন এবং এঁদের মতই চূড়ান্ত হবে ।

কি ভাবে জানাবেন আপনার মনোনয়ন ?

সংসদকে  ফেস বুক, বুধসম্মেলন, ই মেল, চিঠি / post র মাধ্যমে জানান আপনার মতামত । আমাদের অবহিত করুন নিচের ঠিকানা গুলিতে । চেষ্টা করুন আপনার মতামত ব্যাক্তিগত রাখার । খুব ভালো লাগবে যদি দু লাইন আপনার  লিটিল ম্যাগাজিনে বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করেন ।

======================================================================

আপনার মতামত এবং   পছন্দের কাজটি পাঠান নিচের ঠিকানায়

বাসুদেব দেব সংসদ

৬৬ এস কে দেব রোড, আশাবরী এপার্টমেন্ট, শ্রীপল্লি (লেক টাউন) , কলকাতা ৭০০ ০৪৮ অথবা

basudeb.deb.sansad@gmail.com  এ আপলোড করে দিন সফট কপিটি

=======================================================================

নিচের লিঙ্কটি থেকে মনোনয়নের ফর্ম টি সংগ্রহ করতে অনুরধ করছি

Criteria1.2