Archive for August, 2014

গত বছর (২০১৩ ) বাসুদেব দেব সংসদ বলেছিল অনায়াস কবিতার কুটির শিল্পের থেকে বেশি কিছু করার কথা । শিক্ষা প্রতিষ্ঠান এবং তরুণ কবি এবং ভাষা গবেষকদের সঙ্গে নিয়ে চলতে চাইছিল এই প্রতিষ্ঠান । সম্প্রতি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এবং বাসুদেব দেব সংসদের যৌথ উদ্যোগে, মালদহে , আগামী ১৯ ( শুক্র )এবং ২০ সেপ্টেম্বর ( শনি )  ২০১৪ আধুনিক বাংলা কবিতা নিয়ে একটি দুইদিন ব্যপী কর্মশালার আয়োজন করা হয়েছে । সঙ্গে থাকবে কবিতাপাঠের আসর ।
কর্মশালার বিষয় ঃ বাংলা কবিতায় ব্যতিক্রমী প্রয়াস ( সকাল ১০ টা থেকে দুপুর ২ টো , দুই দিন )
আলোচনা করবেন ঃ

– অধ্যাপক  গোপা দত্তভৌমিক , সুতপা ভট্টাচার্য, বিকাশ রায় , সুনিমা ঘোষ ,  ঋষি ঘোষ এবং সুকুমার সরকার

– কবি সুব্রত রুদ্র, মৃদুল দাশগুপ্ত, সুব্রত সরকার, মহাশ্বেতা মুখোপাধ্যায় , শ্যামল কান্তি দাশ, শঙ্কর চক্রবর্তী, গৌতম ঘোষদস্তিদার

কবিতা পাঠে থাকবেন কলকাতা, মালদহ এবং দুই দিনাজপুরের বিশিষ্ট কবিরা ( বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৬:৩০ টা , দুই দিন )

অনুষ্ঠান উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক গোপাল মিশ্র ।

নিবন্ধনের জন্য যোগাযোগ করুন সংসদের ওয়েব সাইটে অথবা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে

– সংসদের মাধ্যমে নিবন্ধনের জন্য ফোন করুন +৯১ ৯৪৩৩ ২৮১ ২৯৮ এ পূষন দেবের সঙ্গে অথবা ইমেইল করুন basudeb.deb.sansad@gmail.com এ
– বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নিবন্ধনের জন্য যোগাযোগ করুন বিভাগীয় প্রধান ডঃ সুনিমা ঘোষের সঙ্গে sunimaghosh70@gmail.com

মালদহ এবং উত্তরবঙ্গের অধ্যাপক , সমালোচক, কবি এবং সাহিত্যের ছাত্রেদের যোগদান করবার জন্য বিশেষ অনুরোধ জানাই ।